আজ শুক্রবার, ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফতুল্লায় যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক:

ফতুল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায়  গিয়াসউদ্দিন ও আজমত আলী গ্রুপের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মামলায় ঝুট সন্ত্রাসী আজমত আলীরকে প্রধান আসামি করে ২৫ জন নামীয় ও ২৫/৩০ জন অজ্ঞাত আসামি করা হয়েছে।

শনিবার (২৩ মার্চ) দুপুরে সংঘর্ষে আহত আজিমের বাবা আব্দুল গফুর বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। শুক্রবার রাতে ফতুল্লার রামারবাগ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

মামলার অন্য আসামিরা হলো, গিয়াসউদ্দিন ওরফে কাইল্লা গেসু, মনির হোসেন মুরাদ, রাজিব, সজিব, জুয়েল, খন্দকার শাওন, জসিম, আশরাফ, ফয়সাল, রিপন, নাঈম, দেলোয়ার, শাকিল, হৃদয়, শহিদ, ইমন, সোহেল, সানি, রাজু, তাহের আলী, সোলেয়মান, রহিম বাদশা, শামীম, ডালিমসহ অজ্ঞাতনামা আরো ২৫/৩০ জন।

মামলার এজাহারে বলা হয়েছে, ফতুল্লার কাঠেরপুল এলাকার কাইল্যা গেসু আজমত গ্রুপের সাথে রামারবাগ এলাকার ব্যবসায়ী মোস্তফা কামাল গ্রুপের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সেই জের ধরে শুক্রবার রাতে ফতুল্লার রামারবাগ এলাকার আব্দুল গফুরের ছেলে আজিমকে (৩২) আজমতের লোকজন মারধর করে। এ সময় আজিমের চিৎকারে আশে পাশের লোকজন ছুটে এসে বাধা দিতে গেলে তাদের উপরও হামলা চালায়। হামলাকারীরা আশেপাশের দোকানপাট ভাঙচুর করে বলেও অভিযোগ করা হয়েছে।