আজ বৃহস্পতিবার, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফতুল্লায় মাদক বিক্রেতার জেল

ফতুল্লা থানার মাদক মামলায় মো.হারুন (৩৭) নামের এক ব্যক্তিকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ডে দণ্ডিত করে রায় দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে নারায়নগঞ্জের সিনিয়র জুডিসিয়াল মাজিস্ট্রেট কাউসার আলমের আদালত আসামীর অনুপস্থিতিতে ওই রায় প্রদান করেন।

মো.হারুন (৩৭) নরসিংদী জেলার বেলাবো থানার হারিসাংগা এলাকার মৃত.আব্দুর রশিদের ছেলে।

নারায়ণগঞ্জ আদালতের বেঞ্চ সহকারী জাকির হোসাইন রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মো.হারুন দোষী সাব্যস্ত হওয়ায় আদালত তাকে ৬ মাসের সশ্রম কারাদণ্ডে দন্ডিত করেছেন। একই সাথে তাকে ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ডের আদেশ জারি করে রায় দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত হারুন পলাতক রয়েছে।

প্রসঙ্গত,২০১২ সালের ২৬ এপ্রিল সকাল ৮ টায় ফতুল্লা থানার নবিনগর বাজার জলিল মেম্বারের অফিসের সামনে পশ্চিম পাশে পাকা রাস্তার উপর থেকে ১০ পিস ইয়াবাসহ আসামীকে আটক করে ফতুল্লা থানা পুলিশ।