নিজস্ব সংবাদদাতা : ১৯ ডিসেম্বর (মঙ্গলবার) ফতুল্লার আলীগঞ্জ এলাকার মরহুম ইদ্রীস আলী ফাইন্ডেশন এর ব্যবস্থাপনায় রেনেসাঁ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে ফতুল্লার বিভিন্ন স্কুলের এ প্লাস প্রাপ্ত ছাত্র-ছাত্রী ও তাদের মাকে সংবর্ধনা দেয়। এ অনুষ্ঠানটি আলীগঞ্জ উচ্চবিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির শ্রমিক উন্নয়ন ও কল্যান বিষয়ক সম্পাদক ও আলীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সভাপতি শ্রমিক নেতা আলহাজ্ব কাউছার আহম্মেদ পলাশ । এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন রেনেসাঁ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতি কবি, সাংবাদিক মোখলেসুর রহমান তোতা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম ,কুতুবপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বার মো. জাহাঙ্গির আলম,আলীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল কুমার সরকার, জুয়েলী বিশ্বাস,আলীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজীদের সভাপতি হাজী মো. মফিদুল ইসলাম,সাধারন সম্পাদক হাজী মো. মনির উদ্দিন, আলীগঞ্জ মাদ্রাসার সাধারন সম্পাদক হাজী নাসির উদ্দিন, আলীগঞ্জ ক্লাবের কোষাধ্যক্ষ হাজী মো. আরিফুর রহমান ।
এ অনুষ্ঠানের শুরুতেই কুরআন তেলাওয়াত পরে মরহুম ইদ্রীস আলী মেম্বার,কামরুল ইসলাম তালাশসহ সকল শহীদের স্মরণে মাগফেরাত কামনা করে এক মিনিট নিরাবতা পালন করেছে। প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন কৃর্তি শিক্ষার্থী ও আলোকিত মায়েদের পক্ষ থেকে।দানবীর মরহুম ইদ্রীস আলীর মেম্বার একজন সার্থক সমাকর্মীর প্রতিকৃতি উপর রেনেসাঁর সহ-সভাপতি মো. মিজানুর রহমান মানপত্র পাঠ করেন। শুভেচ্ছান্তে ছিলেন, রেনেসাঁর সাধারন সম্পাদক শেখ মো. হাফিজ। অভ্যর্থনায় ছিলেন, আশিক।