নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লায় একটি রপ্তানিমুখী গার্মেন্টসের গোডাউন থেকে বিরল প্রজাতির একটি বন বিড়াল উদ্ধার করেছে স্থানীয়রা।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে ফতুল্লার পঞ্চবটি পাওনিয়ার সোয়েটার ফ্যাক্টরির গোডাউন থেকে বিড়ালটি উদ্ধার করা হয়। পরে বন বিভাগের কর্মকর্তা ও ওয়াইল্ড লাইফ রেসকিউয়ার টিমের কাছে বিড়ালটি হস্তান্তর করা হয়।
সোয়াটার ফ্যাক্টরির ইনচার্জ জানান, গত ৫ জানুয়ারি প্রথম বিড়ালটিকে আশেপাশে দেখতে পায় ফ্যাক্টরির কর্মকর্তারা। মঙ্গলবার সকালে বিড়ালটিকে আবারও দেখতে পেলে কয়েকজন মিলে বিড়ালটিকে আটক করে বন বিভাগকে খবর দেয়া হয়।
বন বিভাগের কর্মকর্তা আব্দুল্লাহ আল সুমন জানান, এই বিরল প্রজাতির বিড়ালটি বাংলাদেশে প্রথমবারের দেখতে পেয়েছেন তারা। এর আগে ঢাকার শাহাবাগের একটি দোকান থেকে এই প্রজাতির বিড়ালের চামড়া উদ্ধার করা হয়েছিলো। ধারণা করা হচ্ছে, খাবারের খোঁজেই লোকালয়ে এসেছিলো এই বন বিড়ালটি।
তিনি আরও জানান, আপাতত বিড়ালটি কিছুটা অসুস্থ হওয়ায় তাকে ঢাকায় নিয়ে চিকিৎসা প্রদান করা হবে। পরে উর্ধতন কর্মকর্তাদের নির্দেশক্রমে বিড়ালটিকে অবমুক্ত করা হবে।