আজ শুক্রবার, ১৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ফতুল্লায় বিনা টাকায় অসহায় দম্পতির বিয়ে সম্পন্ন

ফতুল্লা প্রতিনিধি
আজমেরী ওসমান ফাউন্ডেশন ক্লাবের অর্থায়নে অসহায় দম্পতির বিয়ে সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় ফতুল্লার দাপা ইদ্রাকপুর রেলওয়ে স্টেশন মেরিনা গার্মেন্টস সংলগ্ন আজমেরী ওসমান ফাউন্ডেশন ক্লাবে ওই দম্পতির বিয়ে দেয়া হয়।

ক্লাবের পক্ষে নিজ অর্থায়ন ও সহযোগিতায় অসহায় মোছা. আয়সা আক্তারকে মো. রাসেল মিয়ার সাথে ১ লাখ টাকা দেনমোহরের মধ্যে দিয়ে এলাকাবাসি ও ক্লাব সদস্যদের উপস্থিতিতে বিয়ে দেয়া হয়।
এসময় ফতুল্লা থানা যুবলীগ কর্মী মো. শাহীন আহম্মেদ বলেন, দাম্পত্য জীবন মানবজীবনের অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এর সূচনাপর্ব হলো বিবাহ। বিবাহ হলো ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক ইবাদত। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, নিশ্চয় সে বিয়ে বেশি বরকতপূর্ণ হয়, যে বিয়েতে খরচ কম হয়।

জেকে/এসএমআর