নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জে কয়েকটি এলাকায় কমেছে রাস্তায় জমে থাকা পানির চাপ। টানা ২দিনের বৃষ্টির পানিতে তলিয়ে ছিল ফতুল্লার বেশ কয়েকটি এলাকা। এর মধ্যে সবচেয়ে বেশি পানি ছিল মাসদাইর, ইসদাইর, সস্তাপুর, দাপা, রেলস্টেশন, তক্কার মাঠ ও লালখাঁ এলাকাগুলোতে।
এলাকা বাসীরা জানায়, এসব এলাকাগুলোতে মূলত ড্রেন পরিস্কার না করার কারণে পানি এক জায়গা থেকে অন্য জায়গায় সরতে পারে না। তাই সামান্য বৃষ্টি হলেই রাস্তাঘাট তলিয়ে বাসা বাড়িতে পানি প্রবেশ করে। ফলে জনজীবন হয়ে উঠে দূর্বিষহ।
মানুষের দূর্ভোগ কিছুটা রোধ করতে বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া এলাকাগুলোতে পানি নিষ্কাশনের জন্য ড্রেন পরিষ্কারের ব্যবস্থা নিয়েছে মেট্রো গার্মেন্টস প্রতিষ্ঠানটি। সরজমিনে দেখা যায়, ফতুল্লা ওসমানী স্টেডিয়াম পাশে ভেকু দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ড্রেন পরিষ্কার করার কাজ।
এসময় পানির জলাবদ্ধতা নিরসন প্রকল্পে খাল খননের কাজের নেতৃত্ব দেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড মেম্বার হান্নানুর রফিক রঞ্জু।
রঞ্জু বলেন, আমাকে পানির জলাবদ্ধতা দূর করার জন্য বেশ করেকটি ওর্য়াড দেখতে হচ্ছে। তবে অর্থনৈতিক ভাবে সাহায্য করেছে মেট্রো গার্মেন্টস। এভাবে যদি কয়েকটি প্রতিষ্ঠান সাহায্য করতো আমাদের যে যে এলাকায় পানি জমে আছে তা আর থাকতো না। আমার এলাকায় পানি জমেছিল হাটু পর্যন্ত। এখন তা কমে ৬ ইঞ্চিতে নেমে এসেছে। শুধু আমার এলাকায় নয়, বেশ কয়েকটি এলাকায় পানি কমেছে আজ এই ভেকু দিয়ে ড্রেন পরিষ্কার করার ফলে।এমপি শামীম ওসমান, চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু ও আমি সহ স্টেডিয়ামের দক্ষিন পাশে ড্রেন প্রকল্প কাজের জন্য আমরা ডিসির বরাবর আবেদন জমা দিয়েছি। সেই ড্রেনটির কাজ করলে আশা করি এদিকে জলাবদ্ধতা আর থাকবে না।
এসএমআর