দুই মাদক ব্যবসায়ীকে ১ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। রোববার (৬ অক্টোবর) সকালে ফতুল্লা থানায় দায়ের করা মাদক মামলায় ৭ দিনের রিমান্ড আবেদন করা হলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করে ।
রিমান্ডকৃতরা হলেন,কুমিল্লার চৌদ্দগ্রাম থানার বীর চন্দ্রনগর এলাকার মরন মিয়ার ছেলে আব্দুল জলিল (৩২) ও ফতুল্লা থানার ভূইগড় মাহমুদপুর এলাকার মৃত.মুসলিম মাস্টারের ছেলে আবুল কালাম (৪২)।
রিমান্ড মঞ্জুরের সত্যতা নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুল হাই বলেন, সকালে দুই মাদক ব্যবসায়ীকে পুলিশ ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করলে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
প্রসঙ্গত,৪ অক্টোবর সাড়ে ৪টার সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভূইগড় মাহমুদপুর পাকা রাস্তার উপর থেকে ৪’শ পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।