আজ মঙ্গলবার, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফতুল্লায় দুই খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন ফতুল্লা পাগলার নন্দলালপুরে ২টি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভাম্যমাণ আদালত।
সংশ্লিষ্ট পণ্যের গায়ে ওজন, পরিমান উৎপাদনের তারিখ, মেয়াদ উর্ত্তীণের তারিখ, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য ইত্যাদি লিপিবদ্ধ না থাকা এবং অপরিস্কার-অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তত করায় বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
নন্দলালপুর এলাকার বিসমিল্লাহ বেকারীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারা মোতাবেক ২০ হাজার ও ৪৩ ধারা মোতাবেক ২০ হাজার টাকা মোট ৪০ হাজার টাকা। ভূইগড় এলাকায় আশরাফুল ফুড প্রোডাক্টসে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৩৮ ধারায় অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন জেলা বাজার কর্মকর্তা এর প্রতিনিধি ও জেলা পুলিশের একটি টিম।

সর্বশেষ সংবাদ