আজ শনিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ফতুল্লায় জেলা কৃষকলীগ সম্পাদকের বাড়িতে চুরি

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জ জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম চেঙ্গিসের বাড়িতে ঘরের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে।

গতকাল (১৪ এপ্রিল) শহরের ইসদাইর অক্টো অফিস এলাকায় অবস্থিত ইব্রাহীম চেঙ্গিসের ছয়তলা বাড়ির পঞ্চমতলায় এ চুরির ঘটনা ঘটে। রাতে বাড়িতে ফিরে ইব্রাহীম চেঙ্গিস ও তার পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পারেন। চোরের দল প্রায় ১০-১২ লাখ নগদ টাকা ও ৫-৬ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে বলে দাবি গৃহস্থদের।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, দিনের কোনো এক সময়ে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত চলছে৷