আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফতুল্লায় গ্রেফতার ২


নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ইটখোলায় হাফিজুল ইসলাম নামে এক যুবককে আটক করে দুই লাখ টাকা চাঁদারদাবিতে মারধর করায় ২জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) পুলিশ ফতুল্লার নন্দলালপুর এলাকার অলি হাজীর ইটভাটায় অভিযান চালিয়ে হাফিজুল ইসলামকে উদ্ধার করে ২জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো-পাগলা বউবাজার এলাকার মোক্তার মিয়ার বাড়ির ভাড়াটিয়া সামাদের ছেলে রাব্বি ও একই এলাকার সায়েম এর বাড়ির ভাড়াটিয়া জাকির হোসেনের ছেলে মিজান। এঘটনায় এদিন দুপুরে হাফিজুল ইসলাম বাদী হয়ে গ্রেফতারকৃতদেরসহ অজ্ঞাত ৪জনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।
মামলায় উল্লেখ করেন, হাফিজুল ইসলামের বাড়ি সাতক্ষীরা জেলার রইছপুর এলাকার বাসিন্দা। তার বড় ভাই আশরাফুল ইসলাম আগে ফতুল্লার নন্দলালপুর এলাকাতে অলি হাজীর ইটভাটায় লেবার সরদারের কাজ করতো। এক মাস ধরে বড় ভাইয়ের সাথে হাফিজুলের যোগাযোগ নাই। শুক্রবার হাফিজুল নন্দলালপুর আসলে জানতে পারেন তার ভাই আশরাফুল নন্দলালপুর এলাকায় ঋণ করে বাড়িতে চলে গেছে। এরপর গত সোমবার হাফিজুল ওই ইটভাটায় গেলে রাব্বি ও মিজান সহ আরো ৪ জন মিলে হাফিজুলের কাছে ২ লাখ টাক চাঁদা দাবী করে। চাঁদা না দিলে হত্যার হুমকি দেওয়া হয়। ওই সময়ে তারা হাফিজুলের কাছ থেকে ২ হাজার টাকাও নিয়ে যায়। খবর পেয়ে মঙ্গলবার ফতুল্লা মডেল থানা পুলিশ এসে তাকে উদ্ধার করে দুইজনকে গ্রেফতার করেন।
মামলা গ্রহনের সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

সর্বশেষ সংবাদ