আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৬

সংবাদচর্চা অনলাইনঃ

নারায়ণগঞ্জের ফতুল্লার একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৬ দগ্ধ হয়েছেন।

সোমবার রাত ১২টার দিকে ফতুল্লার মাসদাইরের এলাকার ওই বাড়ির ৬ষ্ঠ তলায়  এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন পোশাক শ্রমিক মো. মিশাল, তার স্ত্রী মিতা বেগম, শিশুকন্যা আফসানা আক্তার, শিশুপুত্র মিনহাজ, চাচাতো ভাই মো. মাহফুজ ও ফুফাতো ভাই সাব্বির হোসেন।

পুলিশ জানায়, ওই বাড়ির রান্নাঘরে গ্যাস সিলিন্ডারের বোতল পড়ে ছিল। বিস্ফোরণে তিনটি কক্ষে আগুন ধরে যায়। ফ্ল্যাটে থাকা আসবাব পুড়ে গেছে; দরজা-জানালা ভেঙে গেছে। ধারণা করা হচ্ছে, গ্যাস লিক হয়ে জমে থাকায় কোনো কাজে আগুন জ্বালানোর পর বিস্ফোরণ ঘটে।

পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় ফায়ার সার্ভিস সদস্যরা দগ্ধদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট জেনালের হাসপাতালে পাঠায়। পরে সেখানে থেকে  তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, গ্যাসের সিলিন্ডার থেকে গ্যাস লিক হয়ে ওই ফ্ল্যাটে জমে ছিল। সেই থেকেই বিস্ফোরণ হয়।