আজ মঙ্গলবার, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ফতুল্লায় গৃহবধূকে হত্যা

সংবাদচর্চা রিপোর্ট:

ফতুল্লায় সোহেলী বেগম (১৯) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। নিহতের গালে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ এ ঘটনায় নিহতের স্বামী রাব্বি মিয়াকে (২২) আটক করেছে।

বুধবার ভোরে উপজেলার নন্দলালপুর নাককাটার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়।

জানা গেছে  নিহত সোহেলী গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার তিলছড়া গ্রামের ভ্যান চালক সিরাজ সিকদারের মেয়ে।

এব্যাপারে  ফতুল্লা মডেল থানার এসআই আব্দুল করিম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের গলায় ও গালে আঘাতের দাগ রয়েছে। প্রাথমিক ভাবে ধরনা করা হচ্ছে গৃহবধূটিকে প্রথমে মারধর করেছে পরে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে ময়না তদন্ত রিপোর্টে হত্যার কারন জানাযাবে। নিহতের স্বামী রাব্বি মিয়াকে আটক করা হয়েছে।