সংবাদচর্চা অনলাইনঃ
নারায়ণগঞ্জের ফতুল্লায় লিজা বেগম (২৪)নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত ওই গৃহবধু ২ মাসের অন্তঃসত্ত্বা ছিলো বলে জানায় তার স্বজনরা ।
রোববার ৩১শে জানুয়ারী দুপুরে ফতুল্লার শাসনগাও এলাকার বোরহান উল্লাহ প্রধানের ভাড়াটিয়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত লিজা ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার শাজাহানের মেয়ে।
নিহতের স্বজনরা জানায়, আট বছর পূর্বে পারিবারিক সম্মতিক্রমে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে লিজার সম্পর্ক ঠিক ছিলোনা । তার স্বামী টাকার জন্য প্রায় সময় লিজাকে মারধর করতো।
ফতুল্লা মডেল থানার (ওসি) আসলাম হোসেন জানান, গতকাল দুপুর আড়াইটার দিকে আমরা নিহতের লাশ উদ্ধার করি। ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে গৃহবধূ লিজা গলায় আত্মহত্যা করেছেন। আত্মহত্যার প্ররোচনার অভিযোগে লিজার স্বামীকে গ্রেফতার করা হয়েছে।