ফতুল্লা ইসদাইর এলাকায় রহিমা বেগম (৬০) নামে এক নারী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।
রোববার (১২ এপ্রিল) রাত সাড়ে ৯টায় ঢাকা কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জেলা স্বাস্থ্য বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।
এর আগে শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ১০টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে থেকে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার লাশ কুর্মিটোলা জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।
মৃত রহিমা বেগম পূর্ব ইসদাইর বুড়ির দোকান এলাকার বাসিন্দা ব্যাংক কর্মী সুলতানের স্ত্রী। তাদের দুই ছেলে রয়েছে। যার মধ্যে একজন বর্তমানে মালয়েশিয়া আছেন। লাশ তারা নারায়ণগঞ্জ আনতে দেবে না।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, `মৃত্যুর সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। বাড়ি থেকে বের না হওয়ার জন্য তাদের নির্দশনা দেয়া হয়েছে।
প্রসঙ্গত নারায়ণগঞ্জে ১১ জন করোনা রোগী মারা গেছে। শনাক্ত হয়েছে ১০৭ জন।