নারায়ণগঞ্জের ফতুল্লা বাজারে অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ ৪জন দোকান মালিকের প্রত্যেককে ঢেউটিন ও টাকা অনুদান হিসেবে প্রদান করা হয়েছে।
রবিবার (৭ জুলাই) ৪জন দোকান মালিকের প্রত্যেককে ৩ বান্ডিল ঢেউটিন ও ৯,০০০ টাকার চেক তুলে দেন সদর ইউএনও নাহিদা বারিক।
প্রসঙ্গত, রোববার (১৬ জুন) রাত পোনে ১টার দিকে ফতুল্লার বাজারের পশ্চিম পাশের প্রাইমারী স্কুল সংলগ্ন একটি মার্কেটে কোন একটি দোকান হতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। একটি দোকান আগুন লেগে আশে পাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। এতে করে মিজানের মালিকানাধী মুদি দোকান, সুজনের ফোন ফ্যাক্স মোবাইল এক্সোসারিজ দোকান, শরীফের কনফেকশনারী ও খোকন চন্দ্র শীলে সেলুন পুড়ে ছাই হয়ে যায়। পরে সংবাদ পেয়ে ফতুল্লার বিসিক ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে।