আজ মঙ্গলবার, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ফতুল্লায় অস্ত্রসহ আটক সস্ত্রাসী মোহন ফকির ৩ দিনের রিমান্ডে

সংবাদচর্চা রিপোর্ট : ফতুল্লায় গুলি ভর্তি অস্ত্রসহ গ্রেফতারকৃত সন্ত্রাসী মোহন ফকিরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফতাবুজ্জামানের আদালতে উভয় পক্ষের শুনানী শেষে এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ফতুল্লা মডেল থানা পুলিশের কর্মকর্তা ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। রিমান্ড প্রাপ্ত আসামী মোহন ফকির পটুয়াখালি জেলার বাউফল থানার নমলা গ্রামের মৃত মজিদ ফকিরের ছেলে।

জানাগেছে, সে রাজধানীর মোহাম্মদপুর চৌরাস্তার নবাব মিয়ার বাড়িতে ভাড়ায় থেকে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যেত।
কোর্ট পুলিশের এ এস আই সোহেল এর সতত্য নিশ্চিত করে বলেন, মোহন ফকিরের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করেন ফতুল্লা মডেল থানা পুলিশ। পরে আদালত উভয় পক্ষের শুনানী শেষে তার বিরুদ্ধে আনিত অভিযোগের ভিওিত্বে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গোপন সংবাদে ভিওিত্বে ২৫ এপ্রিল রাতে ফতুল্লা আলীগঞ্জ শৈলকুড়া এলাকায় অভিযান চালিয়ে গুলি ভর্তি পিস্তল সহ মোহন ফকিরকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছে একটি বিদেশী পিস্তল পাঁচ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করে পুলিশ।