সংবাদচর্চা রিপোর্ট
ফতুল্লার পশ্চিম লামাপাড়া এলাকায় বাঁশের খুঁটি হেলে পড়েছে ৩৩ কেভি তার ও বাসাবাড়ির উপর। বৈদ্যুতিক খুটির তারগুলো মাটি থেকে ৪/৫ ফুট উপরে অবস্থান করছে। এতে যেকোন সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। তারপরেও জীবনের ঝুঁকি নিয়েও চলাচল ও বসবাস করছে এলাকাবাসী।
সরেজমিন ঘুরে দেখা যায়, ৩৩ কেভি ভোল্টেজের বৈদ্যুতিক তার একেবারে নিচে পড়ে আছে। কেউ ভুলবশত স্পর্শ করলেই মৃত্যুকে বরন করা ছাড়া আর কোন উপায় থাকবেনা। স্থানীয়রা জানান, আমরা চরম আতঙ্কের মধ্যে দিনযাপন করছি। কখন যে দূর্ঘটনা ঘটে যায় সেই ভয়ে থাকি। আমরা গরীব মানুষ। কার কাছে গেলে এর প্রতিকার পাবো তাও জানিনা। শীঘ্রই হাই ভোল্টেজ পাওয়ারের এই তার সরিয়ে বা উচু করে দেয়া উচিত। নইলে যেকোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটে যেতে পারে।