আজ রবিবার, ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ফতুল্লার মাসদাইরে আগুন

নিজস্ব প্রতিবেদক

শহরের মাসদাইরে কয়েকটি টিনের কাঁচা ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে একটি ঘরের মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থ হয়েছে আরও কয়েকটি ঘরের আসবাপত্র।

শুক্রবার বিকেলে গ্যাসের পাইপের লিকেজ থেকে এ অগ্নি কান্ডের ঘটনা ঘটে।

এসময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে। তারা আগুন নেভাতে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সাভির্সের মন্ডল পাড়া ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এদিকে গ্যাসের আগুনের খবর পেয়ে নারায়ণগঞ্জ গ্যাস বিভাগের লোকজন এসে লিকেজের মেরামত কাজ করেছে বলে জানা গেছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপ পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, মাসদাইরে টিনের কাঁচা ঘরে গ্যাসের পাইকের লিকেজ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওই ভবনের একটি কক্ষের মালামাল পুড়ে গেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।