আজ মঙ্গলবার, ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ফতুল্লার কিলার পাপ্পু গ্রেফতার

সংবাদচর্চা রিপোর্ট: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় মেহেদি হাসান পাপ্পু নামে এক দুর্ধর্ষ কিলারকে গ্রেফতার করেছে পুলিশ। কিলার মেহেদী হাসান পাপ্পু ফতুল্লার তল্লা এলাকার মাহবুব কাজীর ছেলে। 

সোমবার তাকে গ্রেফতার করে পুলিশ। এর সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, ২০০১ সালে তল্লা এলাকার রুবেল হত্যায় মেহেদি হাসান পাপ্পুকে যাবজ্জীবন সাজা দিয়েছে আদালত। এছাড়া মেহেদি হাসান পাপ্পু ও তার সহযোগীরা ২০০৪ সালে তল্লা সুপারীবাগান এলাকায় চার তলা একটি বাড়িতে মুরাদ নামে এক যুবককে হত্যা করে সেপটিক ট্যাংকে ফেলে রাখে। ২০০৯ সালে নগর খানপুর এলাকায় খোকা ও সোহাগ নামে দুই যুবককে গলা কেটে করে দাউদকান্দি এলাকায় ফেলে দেয়।