আজ বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল গুরুতর অসুস্থ , হাসপাতালে ভর্তি

ফখরুল গুরুতর অসুস্থ

ফখরুল গুরুতর অসুস্থ

সংবাদচর্চা ডেস্ক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আজ সোমবার সকাল ১০টার দিকে তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, মির্জা ফখরুল উচ্চরক্তচাপ, ডায়াবেটিস, হার্টের সমস্যাসহ নানা রোগে আগে থেকেই ভুগছেন। ইতোমধ্যে তার হার্টে তিনটি ব্লক ধরা পড়ায় রিং পরানো আছে।

মির্জা ফখরুলের ব্যক্তিগত সহকারী ইউনুস আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, স্যার হঠাৎ অসুস্থ বোধ করায় সকালে তাকে হাসপাতালে এনেছি। ইউনাইটেড হাসপাতালের ডা. মুমিনুজ্জামানের তত্ত্বাবধানে ফখরুল চিকিৎসাধীন আছেন ।

এদিকে, সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি অনুষ্ঠানে অংশ নেয়ার কথা ছিল মির্জা ফখরুলের। তার পরিবর্তে সেখানে গেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।

বিএনপি সূত্র জানায়, সকালে মির্জা ফখরুল সকালে উত্তরার নিজ বাসায় অসুস্থ হয়ে পড়েন। পরে সকাল সোয়া ১০ টার দিকে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

 

সর্বশেষ সংবাদ