নিজস্ব প্রতিবেদক:
প্যারাডাইজ ক্যাবল লিমিটেডের বে-আইনীভাবে বরখাস্তকৃত ১৮ জন শ্রমিককে পুনরায় চাকুরীতে বহাল না করলে কঠোর আন্দোলনের ঘোষনা দিয়েন কারখানা শ্রমিকবৃন্দ। তারা বলেছেন, শ্রমিকরা পরিশ্রমের বিনিময়ে পারিশ্রমিক ছাড়া আর কিছুই চায় না। তারপরও তাদের নানা অবহেলার পাত্র হতে হয়। অবিলম্বে ১৮ জন শ্রমিকের চাকুরী পুনবহাল না করলে কঠোর আন্দোলনে যাওয়া হবে।
মঙ্গলবার (১৭ এপ্রিল) বিকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে প্যারাডাইজ ক্যাবল লি: এর ১৮ জন শ্রমিককে বে-আইনীভাবে বরখাস্ত করার প্রতিবাদে মানববন্ধনে উপরোক্ত বক্তব্য প্রদান করেন তারারা
ইমারাতনির্মান শ্রমিক কমিটির সভাপতি গোলাম কিবরিয়া সাত্তারের সভাপতিত্বে এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক কবির হোসেন রাজু, যুগ্ম সম্পাদক মোজ্জামেল হোসেন,
বাংলাদেশ আন্ত:জেলা ট্রাক চালক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য ফারুক হোসেন, প্যারাডাইজ ক্যাবলের কর্মচারী আব্দুল খালেক, পারভীন আক্তার প্রমুখ।