আজ প্রীতি জিন্তার জন্ম দিন
সংবাদচর্চা ডেস্ক:
আজ ৩১ জানুয়ারী ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া নানা তথ্য সমূহ ।
প্রীতি জিন্তার জন্ম দিন উৎসব মূখর পরিবেশে পালন করা হবে। থাকছে নতুন চমক।
| প্রীতি জিন্তা | |
| জন্ম | ৩১ জানুয়ারি ১৯৭৫ শিমলা হিমাচল প্রদেশ, ভারত |
|---|---|
| পেশা | চলচ্চিত্র অভিনেত্রী |
| কার্যকাল | ১৯৯৮–বর্তমান |
| দাম্পত্য সঙ্গী | জিন গুডেনাফ্ (বি. ২০১৬) |
ঘটনাবলী
১৯৫২ সালে সর্বদলীয় রাষ্টভাষা কর্মী পরিষদ নামে রাজনৈতিক দল গঠন করা হয়
২০১০ সালে অ্যাভাটার সারা বিশ্বে আয় s2বিলিয়ন ডলার আয় করে।
জন্ম:
১৯৭৮ ২০১৭ সালে প্রীতি জিন্তা ।
১৯৪৫ অনুদ্বপায়ন বাঙালি শিক্ষাবিদ।
১৯৮৫ নাফিস ইকবাল বাংলাদেশী ক্রিকেটার।

