আজ শুক্রবার, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রিমিয়ার স্টিল কারখানায় বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৪

সংবাদচর্চা রিপোর্ট: রূপগঞ্জে প্রিমিয়ার স্টিল কারখানায় লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে গলিত লোহা শরীরে পড়ে  দগ্ধ আরও দুইজন শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা হলেন মো. শাকিল (২০) ও আবু সিদ্দিক (৩০)। তাদের মধ্যে শাকিল লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাংলাবাড়ী এলাকার আব্দুস সোবহানের ছেলে। সিদ্দিক কুড়িগ্রামের নাগেশ্বরী এলাকার টিপু শেখের ছেলে। শনিবার ভোররাতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাদের মৃত্যু হয়। ভোররাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া শনিবার দুজনের মৃত্যু হওয়ার বিষয়টি জানিয়েছেন। এ নিয়ে প্রিমিয়ার স্টিল মিলস কারখানায় গলিত লোহা পড়ে মৃতের সংখ্যা বেড়ে ৪ জন হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বরপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে মিজানুর রহমান (৪২) ও বিকেলে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ফাহিম (২৫) এর মৃত্যু হয়।

রূপগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা এইচ.এম জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের পরিবার থানায় এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে দগ্ধ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা এলাকার রফিক মিয়া (৪৫) ও রহমতপুর এলাকার মো. রাজু (৪০) একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।