আজ বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রিমিয়ার স্টিল কারখানায় গলিত লোহা পড়ে ২ শ্রমিকের মৃত্যু

সংবাদচর্চা রিপোর্ট: রূপগঞ্জে প্রিমিয়ার স্টিল মিলস নামে একটি কারখানায় গলিত লোহা পড়ে মিজানুর রহমান (৪৫)সহ ২ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরও ৪ জন। তাদের অবস্থা সংকটাপন্ন ।

বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বরপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শুক্রবার সকালে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

রূপগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা এইচ.এম জসিম উদ্দিন এ তথ্য সংবাদচর্চাকে নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রিমিয়ার স্টিল মিলস নামে একটি কারখানায় গলিত লোহার শিখা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৪/৫ আহত হয়েছে। নিহতের পরিবার থানায় এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দগ্ধ পাঁচজনকে ঢাকা মেডিকেল  কলেজ (ঢামেক) হাসপাতালের শেখ হাসিনা বার্ন অ্যান্ড সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।