আজ রবিবার, ১৪ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আদালতের আদেশ তোয়াক্কা না করে প্রিমিয়ার সিমেন্ট কোং লিঃ এর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

প্রিমিয়ার সিমেন্ট

 

প্রিমিয়ার সিমেন্ট
স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ সদর থানাধীন চর সৈয়দপুর এলাকায় মরহুম শেখ পাইয়া গাজী জোতের সর্বমোট ২১২২ শতাংশ জমি দখলের অভিযোগ পাওয়া গেছে প্রিমিয়ার সিমেন্ট কোং লিঃ এর অঙ্গ প্রতিষ্ঠান ডেল্টা এগ্রো ফুডস্ ইন্ডাঃ লিঃ এর কর্তৃপক্ষের বিরুদ্ধে।
ঘটনাসূত্রে জানাযায়, নারায়ণগঞ্জ সদর সাব রেজিষ্ট্রার অফিস এর অধীন গোগনগর তহশিল অফিসের আওতাধীন ৫১৯ নং তৌজি ভূক্ত ১৭৭ নং সৈয়দপুর মৌজা ১৫ নং খতিয়ান ভূক্ত সি.এস দাগ নং- ৫২,৫৩,৫৪,৫৫,৫৬,৫৭,৫৮,৫৯/৫৭ যাহার এস.এ ১৭ নং খতিয়ান ভূক্ত ৫২,৫৩,৫৬ নং দাগ ১নং খতিয়ানে ৫৪,৫৫,৬৫ নং দাগ হালে আর.এস ৯নং খতিয়ানে ৮৬, ৮৭, ৮৮, ৮৯, ৯০, ৯১, ৯২, ৯৪, ৯৫, ৯৬, ৯৭, ৯৮ এবং ১নং খতিয়ান ভূক্ত ৮৫, ৯৩, ৯৯, ১০০, ১০১,১১০ দাগের ভূমি সর্ব মোট ২১২২ শতাংশ ফসলী ভূমি জোড়পূর্বক এবং অন্যায় ভাবে দখল করিয়া ডেল্টা এগ্রো ফুডস্ ইন্ডাঃ লিঃ নামক প্রতিষ্ঠানের নির্মাণ কার্যক্রম পরিচালনা করিয়া আসিতেছে। উক্ত অবৈধ দখলের বিরোদ্ধে শেখ পাইয়া গাজী জোতের সদস্যরা বাঁধা প্রদান করলে উল্টো উক্ত এলাকার চিহ্নিত কিছু ভাড়াটিয়া সন্ত্রাসী দ্বারা প্রাণনাশের হুমকি প্রদান করিতেছে। এ বিষয়ে গত ১৬ই আগষ্ট ১৮ই তারিখে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা নং- ৩৭/৫৬১ এ ধারা ১৪৫, ৪৪৭, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৭৯, ৫০৬ মোতাবেক পেনাল কোড অনুযায়ী বেআইনী জনতাবদ্ধে জমিতে অনধিকার প্রবেশ করিয়া হত্যার উদ্দেশ্যে মারপিট করতঃ সাধারণ গুরুত্ব জখম, চুরি ও হুমকি দেয়ার অপরাধে একটি মামলা দায়ের করা হয়েছে। এর প্রেক্ষিতে ভূমিদস্যু প্রিমিয়ার সিমেন্ট কোং এর অঙ্গ প্রতিষ্ঠান ডেল্টা এগ্রো ফুডস্ লিঃ এর কর্মকর্তাবৃন্দরা অসহায় শেখ পাইয়া গাজী জোতের বিরোদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করে। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উক্ত নালিশা ভূমিতে আইন শৃংখলা স্বাভাবিক বজায় রাখার প্রেক্ষিতে গত ১২ই আগষ্ট ২০১৮ই তারিখ ১৪৫ ধারা জারি করে।
উক্ত বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট নারায়ণগঞ্জ মোহাম্মদ সেলিম রেজা পিটিশন মামলা নং ৪০৩/২০১৮ এর সূত্র অনুসারে গত ১২ই আগষ্ট ২০১৮ইং তারিখে ফৌজধারী কার্য বিধি ১৪৫ ধারা আইন প্রয়োগের আদেশ প্রদান করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জকে। কিন্তু সদর মডেল থানা পুলিশকে কোন প্রকার তোয়াক্কা না করে দেদারছে নির্মাণ কাজ চালাচ্ছে ডেল্টা এগ্রো ফুডস্ লিঃ নামক নির্মাণাধীন প্রিমিয়ার সিমেন্ট কোং অঙ্গ প্রতিষ্ঠানের। এর পর আদালতের আদেশ অমান্য করার বিষয়ে আদালত ও থানাকে অবহিত করলে গত ১৩ই নভেম্বর সূত্র পিটিশন মামলা নং ৫৭৫/১৮ এবং স্মারক নং- এডিএম(এন)/২০১৮/১৮০১ ধারাঃ ১৪৫ ফৌজধারী কার্য বিধি অনুসারে জারি করে। নারায়ণগঞ্জ সদর মডেল থানা এএসআই মোঃ এমরান ভূইয়া এ প্রসঙ্গে গত ১৮ই নভেম্বর সকালে একটি ১৪৫ ধারা নোটিশ উক্ত কোম্পানীকে প্রদান করে নির্মাণ কাজ বন্ধ করে দেয়। বর্তমানে পেশীশক্তির বলে উক্ত কোম্পানি নিরহ মানুষের জায়গা দখলের পায়তারার চেষ্টা করছে।
বিষয়টি সুষ্টু সমাধানের জন্য জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি)সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ সুদৃষ্টি কামনা করছে ভূক্তভোগী জমির মালিকবৃন্দ ও সৈয়দপুর এলাকাবাসি।