আজ বৃহস্পতিবার, ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আলীগঞ্জ প্রিমিয়ার লীগের ফাইনাল অনুষ্ঠিত

প্রিমিয়ার লীগের ফাইনাল

প্রিমিয়ার লীগের ফাইনাল

 

নিজস্ব প্রতিবেদক:
আমার আলীগঞ্জে আমন্ত্রনে আলীগঞ্জ নিবাসীদের নিয়ে আয়োজিত আলীগঞ্জ প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ এপ্রিল) আলীগঞ্জ খেলার মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির শ্রমিক উন্নয়ন ও কল্যান বিষয়ক সম্পাদক কাউছার আহমেদ পলাশ।
পুরো টুর্ণামেন্টে মোট ১৬ টি দল অংশগ্রহণ করে।
আলীগঞ্জ ক্লাবের সহযোগীতায় অনুষ্ঠিত আলীগঞ্জ প্রিমিয়ার লীগের ফাইনালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাহাঙ্গীর মেম্বার, হাজ্বি আরিফুল, হুমায়ুন কবির, হাজ্বি নুরুল ইসলাম মেম্বার, গোলাম কিবরিয়া সাত্তার, আবুল হোসেন প্রমুখ।
১৬ টি দলকে টপকিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে প্রত্যয় ও ফাইভ স্টার।
ফাইনালে প্রথমে ব্যাট করে প্রত্যয় ১৩৫ রান করে ৪উইকেটের বিনিময়ে জবাবে পরে ব্যাট করে ফাইভ স্টার নির্ধারিত ওভারে ১০৭ রান করে ৯ উইকেটে। প্রত্যয় ২৮ রানে জয়ী হয়।
আয়োজক আমার আলীগঞ্জের পক্ষে উপস্থিত ছিলেন, রনি খান, রিকি, আসিফ, সুমনসহ অন্যরা।