সংবাদচর্চা ডটকম:
প্রায় এক যুগ পর ফিরলেন উর্মিলা । প্রতীক্ষার অবসান উর্মিলা মাতণ্ডকরের ভক্তদের। দীর্ঘ ১০ বছর পর বলিউডের সিনেমায় হাজির হলেন নব্বই দশক মাতানো এই অভিনেত্রী। তবে নায়িকা হিসেবে নয়, ‘ব্ল্যাকমেইল’ ছবির একটি আইটেম গানে দেখা মিলবে উর্মিলার।
শিশুশিল্পী হিসেবে বলিউডে পা রাখেন উর্মিলা। নব্বইয়ের দশকে একের পর এক ছবিতে অভিনয় ও নাচের জাদুতে তিনি তুমুল জনপ্রিয়তা কুড়ান। ২০১৬ সালে ৩ মার্চ কাশ্মিরের ব্যবসায়ী ও মডেল মোহসিন আখতার মীরকে বিয়ে করে সংসারী হন এই অভিনেত্রী।
‘রঙ্গিলা;, ‘কৌন’, ‘পেয়ার তুনে কেয়া কিয়ার’র মতো অসংখ্য ছবি ভক্তদের উপহার দিয়েছেন তিনি। কিন্তু হঠাৎ করেই রূপালি পর্দার আঁড়ালে চলে যান বলিউডের এই অভিনেত্রী। ২০০৮ সালে উর্মিলাকে শেষবার দেখা গেছে হিমেশ রেশামিয়ার বিপরীতে ‘কর্জ’ ছবিতে।
এবার বলিউড অভিনেতা ইরফান খানের ‘ব্ল্যাকমেইল’ ছবিতে ‘বেওয়াফা বিউটি’ শিরোনামের গানে কোমর দোলাতে দেখা গেল ৪৪ বছরের উর্মিলাকে। গানটি প্রকাশের পর পরই ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বুধবার প্রকাশের পর এরইমধ্যে গানটি দেখা হয়েছে এক লাখ ৬২ হাজার বারেরও বেশি।
‘বেওয়াফা বিউটি’তে কণ্ঠ দিয়েছেন পাওনি পাণ্ডে। সুর করেছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী অঙ্কিত তিওয়ারি। গানটি লিখেছেন অমিতাভ ভট্টাচার্য।
ইরফানের সঙ্গে ‘ব্ল্যাকমেইল’ ছবিতে আরও অভিনয় করেছেন দিব্যা দত্ত, কৃতি কুলহারি, অরুনয় সিং, ওমি বৈদ্যসহ প্রমুখ। আগামী ৬ এপ্রিল মুক্তি পাবে ছবিটি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

