আজ সোমবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রহসনের নির্বাচন হলে বাংলাদেশকে অচল করে দেয়ার হুঙ্কার ইসলামী আন্দোলনের

প্রহসনের নির্বাচন হলে

প্রহসনের নির্বাচন হলে

নিজস্ব প্রতিবেদক:

আবারো যদি গত ৫জানুয়ারীর মতো প্রহসনের নির্বাচন এবার অনুষ্ঠিত হয় তাহলে এক জন মানুষের নির্দেশে সারা দেশ অচল করে দেওয়া হবে বলে হুশিয়ারী প্রদান করেছেন বাংলাদেশ ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার  নেতা-কর্মীরা।

রবিবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় নারায়ণগঞ্জ চাষাড়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা ইসলামী আন্দোলন বাংলাদেশ কৃর্তক আয়োজিত বিক্ষোভ সমাবেশে তারা এ হুশিয়ারী প্রদান করেন।

নেতা-কর্মীরা বলেন, গত ৫টা বছর ধরে বাংলাদেশের মানুষকে জিম্মি করে রেখেছে বর্তমান সরকার। বর্তমান সরকার এবারও জাতীয় সংসদ বহাল রেখে নির্বাচন করতে চাইছে। বর্তমান সংসদ বহাল রেখে নির্বাচন সুষ্ঠ হবে না বরং গত ২০১৪ সালের মতো ৫জানুয়ারীর নির্বাচনের নামে তামাশা হবে। যে নির্বাচন অধিকাংশ রাজনৈতিক দল বর্জন করেছিল। জনগনও ভোট দিতে ভোটকেন্দ্রে যায়নি। বরং বিনা ভোটে ১৫৪জন প্রার্থী হাস্যকরভাবে সংসদ সদস্য হয়ে গেছেন। যা গোটা পৃথিবীতে বাংলাদেশের ভাবমূর্তিকে কলঙ্কিত করেছে। দেশবাসী আর কোন তামাশার নির্বাচন মেনে নেবে না।

তারা দাবী করেন, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের বিল পাশ করা হোক এবং নির্বাচনের তফসিল ঘোষনার পূর্বে জাতীয় সংসদ ভেঙ্গে একজন নিরেপেক্ষ ও নির্দলীয় ব্যক্তির হাতে ক্ষমতা হস্থান্তর করা হোক। আর বর্তমান নির্বাচন কমিশন যে অযোগ্য এবং দলীয় আজ্ঞাবহ তা ইতিমধ্যে প্রমাণিত হয়ে গেছে। আমরা এই কমিশনের পদত্যাগ এবং নির্বাচনকালীন সরকারের অধীনে নিবন্ধিত সকল দলের মতামতের ভিত্তিতে নতুন নির্বাচন কমিশন গঠনের জোর দাবী জানাচ্ছি। নয়তো, আমাদের পীর সাহেব চরমোনাই যখন নিদের্শ দিবেন তখন পুরো বাংলাদেশকে অচল করে দেয়া হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সাধারন সম্পাদক সুলতান মাহমুদের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, সহ-সভাপতি দেলোয়ার হোসেন, জয়েন্ট সেক্রেটারী আব্দুর রহমান প্রধান, সাংগঠনিক সম্পাদক নূর হোসেন, সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি বিল্লাল হোসেন, বন্দর থানার সাধারণ সম্পাদক মুহা. আবুল হাসেম, ফতুল্লা থানার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন মহানগরের সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান, জাতীয় শিক্ষক ফোরাম মহানগরের সদস্য সচিব আব্দুল হান্নান, ইসলামী শ্রমিক আন্দোলন মহানগরের আহবায়ক শেখ হাসান আলী, ইশা ছাত্র আন্দোলন জেলার সভাপতি মামুনুর রশিদ প্রমুখ।