আজ শুক্রবার, ১৪ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রলোভন দেখিয়ে বন্দরে গৃহবধূকে সৌদি আরবে বিক্রির ঘটনায় থানায় অভিযোগ

থানায় অভিযোগ

থানায় অভিযোগ
বন্দর প্রতিনিধি:
উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে ১ সন্তানের জননী পিউলী আক্তার আঁখী (২৪)কে সৌদি আরবে বিক্রি করে দিয়েছে নারী পাচারকারী মিজানুর রহমান। শুক্রবার দুপুরে পাচার হওয়া গৃহবধূর পিতা আউয়াল মিয়া বন্দর থানায় লিখিত অভিযোগ দায়েরের পর বন্দর প্রেসক্লাবের সাংবাদিকদের কাছে এ কথা জানান।
জানা গেছে, গত ২৪ জানুয়ারী বন্দর উপজেলার ভদ্রসনস্থ তিনগাও এলাকার মৃত কাশেম মিয়ার ছেলে নারী পাচারকারী মিজানুর সোনাকান্দা বেপারীপাড়া এলাকার আব্দুল আউয়াল মিয়ার মেয়ে পিউলী আক্তার আঁখীকে উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে সৌদি আরবে বিক্রি করে দেয়। সেখানে তিনি মনবতায় জীবন যাপন করছে। তাকে কোন প্রকার চাকুরি না দিয়ে দেহ ব্যবসা করানোর জন্য প্রচন্ড চাপ সৃষ্টি করা হচ্ছে। বিষয়টি প্রবাসী পিউলী আক্তার আঁখী তার পিতাকে জানালে তার পিতা আব্দুল আউয়াল মিয়া স্থানীয় এলাকায় বিচার না পেয়ে এ ব্যাপারে নারী পাঁচারকারী মিজানুর এর বিরুদ্ধে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

স্পন্সরেড আর্টিকেলঃ