আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রবাসী জুয়েল হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের প্রবাসী জুয়েল হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।

রবিবার বেলা ১২টায় নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গনে অবস্থান নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। উল্লেখ্য যে, গত ৭ এপ্রিল বন্দর উপজেলার মদনপুর আন্দিরপাড় এলাকার আনোয়ারের ছেলে প্রবাস ফেরত জুয়েলকে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিত ভাবে একই এলাকার
আলিম,ইলিয়াস,মহসিন,শাহাজালাল,রাসেল,সেলিম,ডালিম ও টিটু বুকে গুলি করে এবং নিসংসভাবে কুপিয়ে হত্যা করে।এ ঘটনায় নিহত জুয়েলের ভাই সোহেল মিয়া বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ সহ স্থানীয় বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।মামলার পর থেকেই পলাতক ছিলো আসামীরা।সর্বশেষ গত ০৪ই জুন বৃহস্পতিবার প্রধান আসামী আলিম সহ ৭জন জামিন চাইলে আদালত জামিন না মঞ্জুর করে আসামীদের কারাগারে প্রেরণ করে। এ লোমহর্ষক হত্যাকান্ডের ঘটনায় এলাকাবাসীর মাঝে আতংক বিরাজ করছে। প্রবাসী জুয়েলকে হারিয়ে অসহায় অবস্থায় দিনযাপন করছে তার পরিবার।