আজ বুধবার, ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিএনপিকে বাদ দিয়ে অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়:প্রধান নির্বাচন কমিশনার

প্রধান নির্বাচন কমিশনার

বিএনপিকে বাদ দিয়ে অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়:প্রধান নির্বাচন কমিশনারপ্রধান নির্বাচন কমিশনার

সংবাদচর্চা ডেস্ক:

রাজ পথের প্রধান বিরোধী দল বিএনপি ছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়  বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা ।আজ শুক্রবার সকালে নির্বাচন ভবনে এ কথা বলেন সিইসি।

আজ সকালে রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। জাতীয় সংসদে সরকারি দলের চিফ হুইপ আ স ম ফিরোজ আবদুল হামিদের পক্ষে এ মনোনয়নপত্র নেন। এ সময় সিইসি নির্বাচন ভবনে উপস্থিত ছিলেন। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

কে এম নুরুল হুদা বলেন, বিএনপি একটা বড় দল। তাদের ছাড়া সব দলের অংশগ্রহণ হয় কী করে? বিএনপি ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হবে না।

সিইসি আশা প্রকাশ করেন, বছরের শেষে অনুষ্ঠেয় একাদশ সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে।