নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতিক) বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে নিরক্ষরমুক্ত করতে কাজ করে যাচ্ছেন। সোমবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার এখলাছনগর এলাকায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার কেন্দ্র পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা উপলক্ষ্যে সোমবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার এখলাছনগর এলাকার হাজী এখলাছ উদ্দিন ভুঁইয়া স্কুল এন্ড কলেজ, রূপসী নিউমডেল স্কুল এন্ড কলেজ, ভুলতা স্কুল এন্ড কলেজ, মাহমুদাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়, মঙ্গলখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়, গোলাকান্দাইল মজিবর রহমান ভুঁইয়া উচ্চ বিদ্যালয় ও পাড়াগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেছেন, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতিক)।
সে সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে নিরক্ষরমুক্ত করতে কাজ করে যাচ্ছেন। এ সময় তিনি, বর্তমান সরকারের আমলে দেশে শিক্ষার হার বেড়ে গেছে বলেও জানান।
২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিনত করতে হলে দেশ নিরক্ষরমুক্ত করার বিকল্প নেই বলেও জানান, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতিক)। এ সময় তিনি, বর্তমান সরকারের আমলে দেশ শিক্ষা ক্ষেত্রে এগিয়ে গেছে বলেও জানান।
এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রথম দিনের পরীক্ষায় রূপগঞ্জ উপজেলায় ২৫ টি কেন্দ্রে মোট ৯ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেছে। ১৯ নভেম্বর থেকে শুরু হয়ে আগামী ২৬ নভেম্বর পর্যন্ত পরীক্ষা চলবে।