আজ শুক্রবার, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রী যা বলেন তা বাস্তবায়ন করেন: এমপি গাজী

রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক) বলেছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলেন , তা বাস্তবায়ন করে দেখান। মেগা প্রকল্প পদ্মাসেতুর জন্য বিশ্বব্যাংক ঋণ দেয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, কারও কাছে হাত পেতে নয় নিজস্ব অথার্য়নেই পদ্মাসেতু করা হবে। এখন সেই পদ্মাসেতু দৃশ্যমান।

বৃহস্পতিবার সকালে রূপগঞ্জ উপজেলা পরিষদে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা ২০১৮ উদ্বোধনকালে তিনি একথা বলেন। এর আগে  ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেলা পৌনে ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে একযোগে উন্নয়ন মেলার উদ্বোধন করেন।

গোলাম দস্তগীর গাজী বলেন, ‘আওয়ামী লীগ সরকার দেশের ও দেশের মানুষের উন্নয়নের জন্য কাজ করে। এই সরকার দেশের কতটুকু উন্নয়ন করেছে তা দেশবাসী জানে। বাংলাদেশ হাঁটি হাঁটি পা পা করে আজ বিশ্ব পরিমন্ডলে নিজের জায়গা করে নিয়েছে।’

তিনি আরো বলেন, স্বাধীনতার পর থেকে ২০০৮ সাল পর্যন্ত রূপগঞ্জে উন্নয়নের তেমন কোনো ছোঁয়া লাগেনি। অথচ এই সরকার ক্ষমতায় আসার পর থেকে রূপগঞ্জে উন্নয়নের ছোঁয়া লেগেছে। রাস্তাঘাট মেরামত, স্কুল ও কলেজের ভবন নির্মাণ ও সরকারিকরণ করা হয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ, গ্যাস সংযোগ দিয়েছি। ফলে রূপগঞ্জে জীবনযাত্রার মানোন্নয়ন হয়েছে।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান, তারাব পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অফিসার আসাদুজ্জামান, মোড়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, রূপগঞ্জ যুব মহিলা লীগের সভাপতি ফেরদৌসী আক্তার, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রীতা, রূপগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহেদা আখতার, প্রাণি সম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর রতন প্রমুখ।