আজ শনিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মর্গ্যান স্কুল ভাঙার ঘটনায় প্রধানমন্ত্রী বরাবার স্মারকলীপি

প্রধানমন্ত্রী বরাবার স্মারকলীপি

প্রধানমন্ত্রী বরাবার স্মারকলীপি

 

নিজস্ব প্রতিবেদক:
সিটি মেয়রের কাছে ক্ষতিপূরণ দাবি ও থানায় অভিযোগ দায়েরের পর নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহি মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের পুর্বদিকের একটি দ্বিতল ভবন সিটি কর্পোরেশন কর্তৃক ভেঙ্গে ফেলায় ভবনটি পুনঃনির্মানসহ বরাদ্দকৃত ভূমি ফিরে পাবার দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দিয়েছে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।
সোমবার (২৮মে) দুপুরে ১১ সদস্যের শিক্ষার্থী প্রতিনিধি দল জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় জেলা প্রশাসক মর্গ্যান স্কুলের ব্যাপারে স্থানীয় এমপির সাঙ্গে আলাপ করেছেন বলে শিক্ষার্থীদের জানান। এছাড়া তিনি পুরো ঘটনা পর্যবেক্ষন করছেন ও প্রয়োজনে সবার সঙ্গে আলাপ করে মীমাংসার দিকে এগোবেন বলে জানান।
স্মারক লিপিতে উল্লেখ করা হয়, তৎকালীন পৌর প্রশাসক মাইকেল মর্গ্যান অত্র প্রতিষ্ঠানের নামে ১৯১ শতাংশ জায়গা বরাদ্দ দিলেও বর্তমানে দখলকৃত জায়গার পরিমান ১২৩ শতাংশ। বরাদ্দকৃত জায়গার পুর্ব দিকের দ্বিতল ভবনটি প্রতিষ্ঠাকালীন সময় থেকেই স্কুল কর্তৃক ব্যবহার হয়ে আসছে। কিন্তু প্রতিষ্ঠান বন্ধ থাকাকালীন সময়ে গত ১৮ মে রাতের আঁধারে নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন কর্তৃক ভবনটি গুঁড়িয়ে দেয়া হয়। যার নিচতলা ছাত্রীদের টিফিন তৈরির স্থান ও দোতালা শ্রেণীকক্ষ হিসেবে ব্যবহার করা হত। এই অবস্থায় ঈদ-উল-ফিতরের পরে শ্রেণি কার্যক্রম চালু হয়ে ৩ হাজার ৫ শ’ ছাত্রীদের টিফিনের আয়োজন ও শ্রেণি কার্যক্রম করা অসম্ভব হয়ে পড়বে।
স্কুলের প্রধান শিক্ষক অশোক তরু বলেন, আমাদের স্কুল ও ছাত্রীদের স্বার্থে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি জমা দিয়েছে। আশা করি জেলা প্রশাসক আমাদের জেলার অভিভাবক হিসেবে স্কুলের ছাত্র-ছাত্রীদের কথা বিবেচনা করে ব্যবস্থা গ্রহন করবেন।
স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন, স্কুলের প্রধান শিক্ষক অশোক তর, শিক্ষক এম কবির ইউ চৌধুরী, হুমায়ুন কবির, শিক্ষিকা জোসনাসহ শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, নগরীতে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা নাসিক মেয়ররের সঙ্গে দেখা করে লিখিতভাবে ক্ষতিপুরন দাবি করে। এবং একইদিন নারায়ণগঞ্জ মডেল থানায় নাসিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন।