আজ সোমবার, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রী প্রদত্ত ঘর পেল গাজীর রূপগঞ্জবাসী

নবকুমার:

নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এর নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে দুর্বার  গতিতে এগিয়ে যাচ্ছে রূপগঞ্জ। শিক্ষা যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন,পানি ,বিদ্যুতের পর এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ঘর পেয়েছে রূপগঞ্জ উপজেলার গৃহহীন ৩টি পরিবার। মাত্র ২ দিনের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপগঞ্জের দুটি প্রকল্পের উদ্বোধন করেছেন। যা নারায়ণগঞ্জের  ইতিহাসে বিরল। গত বৃহস্পতিবার (১০ অক্টোবর)  রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় ৫ হাজার ৬০০ কোটি টাকা ব্যয়ে ৬০ কোটি লিটার পানি শোধনে সক্ষম  রূপগঞ্জ উপজেলার গন্ধর্বপুর ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এর আগে গত ১২ সেপ্টেম্বর  তিনি রূপগঞ্জ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন করেন । রবিবার (১৩ অক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে  ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের কালি এলাকার গৃহহীন ৩টি পরিবারকে দেয়া ঘরের উদ্বোধন করেন। প্রত্যেকটি ঘর টিনসেট বিল্ডিং।  এসময় ঐ বাড়িতে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভূইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম, ভূমি সহকারী কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, গোলাকান্দাইল ইউনিয়নের মেম্বার নাসির উদ্দিন ।

জানা গেছে ,  প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান কাবিটা কর্মসূচির আওতায় দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। গত নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহার ছিলো গ্রাম হবে শহর, যাদের বাড়ি -ঘর নেই তাদের বাড়ি করে দেবে সরকার। সেই  নির্বাচনী ইশতেহারের সুফল রূপগঞ্জ বাসীকে এনে দিয়েছেন গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপগঞ্জের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছেন। বিভিন্ন অনুষ্ঠানে তিনি গোলাম দস্তগীর গাজী এবং  রূপগঞ্জের প্রশংসা করেন।

গৃহহীনরা ঘর পেয়ে আনন্দে মেতে উঠেছে। তারা বলেন, আমাদের আগে কোন ঘর ছিলনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে ঘর দিয়েছেন তাতে আমরা আনন্দিত। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করছি । সেই সাথে নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এবং রূপগঞ্জ উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই।

সর্বশেষ সংবাদ