নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিচালক পদে বদলি করা হয়েছে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জসিম উদ্দিন হায়দারকে । বৃহস্পতিবার (২ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। তাকে।
আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে। আদেশে মে মাসের ৮ তারিখের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে অন্যথায় স্ট্যান্ড রিলিজ করা হবে বলে উল্লেখ করা হয়েছে।
নোয়াখালীর বাসিন্দা ২২তম বিসিএস প্রশাসনের সৎ ও দক্ষ এই কর্মকর্তা ২০১৬ সালের নভেম্বরে নারায়ণগঞ্জে যোগদান করেন।
উল্লেখ্য জসিম উদ্দিন হায়দার ছিলেন গত বছরের ১৬ জানুয়ারি নগরীর চাষাঢ়ায় ফুটপাতে হকার বসানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় প্রশাসনের করা তিন সদস্যের তদন্ত কমিটির প্রধান। ঐ সংঘর্ষে মেয়র আইভী, সাংবাদিকসহ অর্ধশতাধিক আহত হয়েছিলেন। কিন্তু কমিটি কয়েক দফা সময় বাড়ালেও আলোর মুখ দেখেনি তদন্ত প্রতিবেদন।