নবকুমার:
নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, প্রত্যেক মুসলিম কে রমজানের পবিত্রতা রক্ষা করে চলতে হবে। যারা রোজা রেখে পণ্যে ভেজাল দেয় ওরা মুসলিম নামের কলঙ্ক। ওদের কে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।
শনিবার (১৮ মে) কায়তেপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
গোলাম দস্তগীর গাজী বলেন, দেশ যখন ভালো চলে তখন জঙ্গিবাদ মাথাচারা দিয়ে ওঠে। জঙ্গিদের কোন ধর্ম নেই । ওরা সকল জাতির শত্রু। বাসা ভারা দেয়ার সময় প্রত্যেককে ভোটার আইডি কার্ড সহ যাবতীয় কাগজ পত্র পরীক্ষা করতে হবে। যাকে সন্দেহ মনে হবে স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রশাসন কে জানাতে হবে।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে দেশ দুর্বার গতিতে উন্নত সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। বহি:বিশ্বে বাংলাদেশের সুনাম বৃদ্ধি পাচ্ছে। দেশে মন্দা দূর হয়েছে। কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে।
তিনি কায়েতপাড়া ইউনিয়ন বাসীর উদ্দেশে বলেন, আপনাদের প্রত্যেকটা স্কুল কলেজের বিল্ডিং করে দিয়েছি। রাস্তা ঘাট পাকা হচ্ছে । কোন রাস্তার কাজ বাদ থাকবে না। মাঠ করে দিয়েছি। যার সু ফল ইতোমধ্যে তরুণ প্রজন্ম ভোগ করছে।
ইফতার মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ জাহেদ আলী, কায়েতপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান খান, আওয়ামীলীগ নেতা মতিউর রহমান আকন্দ ,শ্রী রবি রায়, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের, সাধারন সম্পাদক নাঈম ভুঁইয়া, মহিলা মেম্বার বিউটি আক্তার কুট্টি, উপজেলা ছাত্র লীগের সভাপতি ফয়সাল আলম সিকদার, সাধারন সম্পাদক শেখ ফরিদ মাসুম, কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহিউদ্দিন, সাধারন সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।
এছাড়া গোলাম দস্তগীর গাজী ইফতার পার্টি আয়োজনের জন্য কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কে ধন্যবাদ জানান।