আজ রবিবার, ১৪ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রতীকী অনশনের ঘোষণা

প্রতীকী অনশনের ঘোষণা

 প্রতীকী অনশনের ঘোষণা

সংবাদচর্চা রিপোর্ট:

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আগামী ৯ জুলাই রমনায় ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স অথবা মহানগর নাট্যমঞ্চে প্রতীকী অনশনের ঘোষণা দিয়েছে দলটি। এ ছাড়া বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করতে চায় বিএনপি।

৩ জুলাই মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির ঘোষণা দেন বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।

এসব কর্মসূচির জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার ও দক্ষিণ সিটি করপোরেশন মেয়রের কাছে অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে বলে জানান রিজভী।

বিএনপি নেতা বলেন, জনগণের সরকার ক্ষমতায় না থাকার কারণেই খালেদা জিয়া ন্যায়বিচার পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। কোটা সংস্কারের নামে সরকার ছাত্রদের সঙ্গে প্রতারণা করেছে বলেও এ সময় অভিযোগ করেন তিনি।