নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী বলেছেন, আমি আসার সময় দেখলাম যে দেওভোগে মেইন সড়কে ময়লা এবং ২নং রেল গেইটে পাবলিক টয়লেটের গেইটের সামনে ময়লা-আবর্জনা পড়ে আছে। এখন যেহেতু করোনা ভাইরাসের আতঙ্ক। বাংলাদেশে যে এই ভাইরাস আসতে পারে না তা না। তাই আমাদের সতর্ক থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে।
৩১ জানুয়ারি শুক্রবার ভোরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৫ নং ওয়ার্ডের বাসিন্দাদের নিয়ে আয়োজিত ‘আমাদের নগর আমরাই পরিচ্ছন্ন রাখবো’ কার্যক্রমের অংশ হিসেবে বন্দর ঘাট থেকে টানবাজার ঘাট পর্যন্ত ওয়াওয়ে পরিচ্ছন্ন কার্যক্রমে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, যখন পৌরসভা ছিল তখন প্রতিদিন হাটতাম আর দেখতাম যে কোথায় কি কাজ বাকি, কাজ ঠিকঠাক হচ্ছে কি না। ভোর বেলা আমি হঠাৎ চলে আসতাম।
নদীর পাড়ে গৃহস্থলি বর্জ্য দেখে আইভী বলেন, নদীর পাড়ে এভাবে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে এটা একেবারে ঠিক না। কারণ এই ময়লা-আবর্জনা সরাসরি নদীতে গিয়ে পড়ছে। এতে নদী দূষিত হচ্ছে। দল গঠন করে নদীর পাড়ের প্রতিটি বাড়িতে গিয়ে তাঁদেরকে সচেতন করতে হবে। যাতে নদীর পাড়ে ময়লা না ফেলে। নগর পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য অন্য কাউন্সিলরদের উৎসাহি হতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য জরিমানার বিধান আছে প্রয়োজনে সেটা প্রয়োগ করতে হবে।