আজ শনিবার, ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রচারণায় ব্যস্ত এড. রাশেদ ভূঁইয়া

নিজস্ব প্রতিবেদক

শেষ সময়ে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তরুন এডভোকেট রাশেদ ভূঁইয়া। আসন্ন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২০-২০২১ সালের নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনীন মোহসীন ও মাহবুব প্যানেলের ক্রীড়া সম্পাদক হিসাবে নির্বাচন করছেন।

ক্রীড়াপ্রেমী এই প্রার্থী বর্তমানে আইনজীবীদের দ্বারে দ্বারে ভোট ও দোয়া কামনা করছেন। তিনি বলেন, বতর্মান আওয়ামী লীগ সরকার ক্রীড়াপ্রেমী। নিজেদের কর্মব্যস্ততার পাশাপাশি ক্রীড়াচর্চা থাকতে হবে। তাহলে নিজেকে আগামী দিনের জন্য আরও প্রস্তুত করে তোলা সম্ভব।

বিগত ২০০৭-২০০৯ সালে নারায়ণগঞ্জ আইন কলেজ ছাত্রছাত্রী সংসদের জিএস’র দায়িত্ব পালন করেন। এবং ২০১৮-২০১৯ সালের নির্বাচনে কার্যকরী সদস্য, ২০১৯-২০২০ সমাজসেবা সম্পাদকের দায়িত্ব তিনি পালন করেছেন।

আরকেএন/এসএএইচ