আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রকৌশলী জহিরুলকে বিদায়ী সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক:

তারাব পৌরসভার সহকারী প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলাম নির্বাহী প্রকৌশলী পদে পদোন্নতি প্রাপ্ত হয়ে বদলী হওয়ায় তাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে খাদুন এলাকায় তারাব পৌরসভা কার্যালয়ে এ সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগ সভাপতি ও তারাব পৌরসভার মেয়র হাসিনা গাজী।

তারাব পৌরসভার সচিব তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তারাব পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, তারাব পৌরসভার নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার, তারাব পৌরসভার কাউন্সিলর আনোয়ার হোসেন, রফিকুল ইসলাম মনির, লায়লা পারভীন ও জোসনা বেগমসহ অনেকে।
অনুষ্ঠানে মেয়র হাসিনা গাজী বলেন, তারাব পৌরসভাকে সারাদেশের মধ্যে উন্নয়নের মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য তারাব পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মনোযোগ দিয়ে কাজ করতে হবে।