বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার এক দম্পতির জীবন বাঁচিয়ে দিয়েছে তাদের পোষা বিড়াল। স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগের মাধ্যমে বিড়ালটি রীতিমতো সুপার হিরোর মর্যাদা পাচ্ছে।ম্যাককিসপোর্ট ফায়ার ডিপার্টমেন্ট জানায়, শুক্রবার স্থানীয় সময় রাত দেড়টার দিকে স্বামী-স্ত্রী তাদের বেডরুমে ঘুমিয়ে ছিলেন। এমন সময় তাদের বাথরুমের ভেতরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগে।
ঘুমিয়ে থাকার কারণে তারা কিছুই টের পাননি। কিন্তু তাদের বিড়ালটি বাইরে থেকে মনিবের দরজায় জোরে জোরে আঁচড় কাটতে লাগলো এবং মুখ দিয়ে জোরে আওয়াজ করতে লাগলো।এক পর্যায়ে তাদের ঘুম ভেঙে দরজা খোলার সাথে সাথে বিড়ালটি তাদের মুখের দিকে তাকিয়ে একবার ম্যাঁও আওয়াজ দিয়েই ছুটল বাথরুমের দিকে। তারাও পিছু পিছু গিয়ে দেখলেন ভেতরে আগুন জ¦লছে।
তারা নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন। ফোন দেন ফায়ার সার্ভিসে। তারা ছুটে এসে আগুন নেভান। ওই দম্পতি বিড়ালটির প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে বলেছেন, আর কিছু সময় পার হলেই হয়তো বাড়িসহ তাদের পুড়ে মরতে হতো ওই আগুনে। ইউপিআই