পেশাদার ফুটবলে নাম লেখালেন উসাইন বোল্ট
অনলাইন ডেস্ক:
উসাইন বোল্টের কত অর্জন ! অলিম্পিক ট্র্যাকে গতির ঝড় তোলা আর গোল্ড মেডেল জয়কে একরকম নিয়মই বানিয়ে ফেলেছিলেন। তার সঙ্গে ট্র্যাকে নামা মানেই যেন দ্বিতীয় হওয়ার লড়াই। প্রথম স্থানটা যেন তারই!
আট স্বর্ণপদক নিয়ে অলিম্পিক ক্যারিয়ারে ইতি টেনেছেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপে জিতেছেন রেকর্ড সর্বোচ্চ ১১টি স্বর্ণ। তবু বোল্টের খানিকটা আক্ষেপ ছিল নিজেকে নিয়ে।
আক্ষেপের কারণটা অবশ্য আরও কয়েকটা চ্যাম্পিয়নশিপ জিততে না পারার নয়; বরং ফুটবল খেলতে না পারার। এখন পর্যন্ত বহুবার প্রকাশ্যে ফুটবল খেলায় ক্যারিয়ার গড়ার ইচ্ছা জানিয়েছেন জ্যামাইকান এই দৌড়বিদ। প্রিয় ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে ফুটবল দাপিয়ে বেড়ানোটা তার অনেকদিনের স্বপ্ন, বলেছেন সেটাও।
অবশেষে তার পেশাদার ফুটবলার হওয়ার ইচ্ছা পূরণ হচ্ছে। কথাটা জানিয়েছেন বোল্ট স্বয়ং।
এক টুইটে জানান, এরই মধ্যে একটি ফুটবল ক্লাবে নাম লিখিয়েছেন তিনি। তবে ক্লাবের নাম জানতে ভক্তদের খানিকটা অপেক্ষা করতে বলেছেন। টুইটে তিনি লেখেন, ‘আমি একটি ফুটবল দলে নাম লিখিয়েছি। কোন দলে যোগ দিয়েছি, সেটা আপনারা জানতে পারবেন মঙ্গলবার।’
নিজের ফুটবল দক্ষতার ওপর বরাবরই বেশ আস্থা ‘লাইটনিং বোল্ট’-এর। খুব দ্রুত দৌড়াতে পারেন বলে বিপক্ষ দলকে কাবু করতে ভালোভাবেই সক্ষম হবেন বলে মনে করেন তিনি।
এ ছাড়া সঠিক পরিচর্যা পেলে ওয়েন রুনির মতো বড় ফুটবলার হতে পারবেন বলেও দাবি তার। কিন্তু ৩১ বছর বয়সে ফুটবল ক্যারিয়ার শুরু করে সেটা কি সম্ভব? এখনই এর জবাব দেওয়াটা বেশ কঠিন; কেননা তিনি উসাইন বোল্ট। অতিমানব বলে কথা!