সিদ্ধিরগঞ্জে অভিনব কায়দায় পেটের ভিতর ইয়াবা পাচারের দায়ে ২ জনকে গ্রেফতার করেছে র্যাব-১১ । গত ২২ ডিসেম্বর সকালে র্যাব-১১, সিপিএসসি’র মাদক বিরোধী অভিযানে চিটাগাং রোড ও সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলো মোঃ নাজমুল হক(৪৩) , নাদিয়া আক্তার(৩১)। তাদের কাছ থেকে ১ হাজার ৬৫০ পিস ইয়াবা ও দেড় লক্ষাধিক টাকা উদ্ধার।
বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে র্যার -১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন। তিনি জানান,নাজমুল হক’কে হাসপাতালে নিয়ে তার পেটের ভিতর হতে ১ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে তার সিদ্ধিরগঞ্জের ভাড়াটিয়া বাসায় তল্লাশী করে ৫০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১,৫২,০০০/- টাকাসহ তার স্ত্রী নাদিয়া আক্তারকে গ্রেফতার করা হয়। তারা উভয়ে স্বামী-স্ত্রী ও চিহ্নিত মাদক পাচারকারী। মাদক ব্যবসা ছিল তাদের একমাত্র পেশা। তারা দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় পেটের ভিতর ইয়াবা ঢুকিয়ে কক্সবাজারের টেকনাফ থেকে বাসযোগে নারায়ণগঞ্জে এসে ঢাকা ও নারায়নগঞ্জের মাদক ব্যবসায়ীদের কাছে ইয়াবা পৌঁছে দিয়ে আসছে। গ্রেফতারকৃতদের বাড়ী চাঁদপুর জেলার মতলব উত্তর থানাধীন নয়াকান্দি গ্রামে হলেও তারা মাদক ব্যবসার জন্য স্বামী-স্ত্রী উভয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন আটি হাউজিং এলাকায় বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।