নিজস্ব প্রতিবেদক: রূপগঞ্জ উপজেলার রূপসী ডেকরমাঠ এলাকায় পূর্ব শত্রুতার জেরে রেনু বেগমের বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাংচুর লুটপাট এবং নারীর শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে।
রবিবার রূপসী ডেকরমাঠ রেনু বেগমের বাড়িতে ভাতের হোটেলে তার পতিপক্ষ জামান হোসেন এবং কামাল হোসেন (পিতা মোহাম্মদ আলী) সজীব,মরিয়ম বেগম,মোহাম্মদ আলী জোরপূর্বক দখলে নেওয়ার জন্য বাড়ি ঘরে হামলা ও ভাংচুর চালায়।
প্রতিপক্ষের হামলায় রেণু বেগম ও তার কলেজে পড়ুয়া মেয়ে লতা আক্তারসহ তার ছেলে হোটেল ব্যবসায়ী তুহিন আহত হয়।হামলাকারীরা রেণু বেগম ও তার মেয়ে লতা আক্তারের শ্লীলতাহানীর চেষ্টা করে। এসময় তাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। এছাড়া আহত হোটেল ব্যবসায়ী তুহিন জানায় প্রতিপক্ষের হামলায় হোটেলে থাকা আসবাবপত্র ভাংচুর করে আমার ব্যবসায়ীক ক্ষতিসাধন করে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান জানান- এ ধরণের কোন অভিযোগ পাওয়া যায় নি।