আজ শনিবার, ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নারী দিবসে নতুন রূপে আসছে পূর্ণিমা

পূর্ণিমা

নারী দিবসে নতুন রূপে আসছে পূর্ণিমাপূর্ণিমা

সংবাদচর্চা ডেস্ক:

আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস  উপলক্ষে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল আয়োজন করেছে দিনব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক উৎসব ‘কনসার্ট ফর উইমেন’। সাংস্কৃতিক উৎসবে শুধু নারীরাই অংশগ্রহণ করতে পারবেন।

ধানমণ্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের মাঠে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এ কনসার্ট। কনসার্টে গান গাইবেন আইয়ুব বাচ্চু ও তার ব্যান্ড এলআরবি, তাহসান, ন্যান্সি, ইমরান, মিনার ও বন্দনা। দেশের সব শ্রেণীর নারীদের জন্যই উন্মুক্ত এটি।

সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদান রাখার জন্য ‘আইকন লেডি’ হিসেবে কনসার্টে উপস্থিত থাকবেন নায়িকা পূর্ণিমা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। সভাপতিত্ব করবেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও এফবিসিসিআই’র পরিচালক প্রীতি চক্রবর্ত্তী।