আজ বুধবার, ১৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পূবালী ব্যাংকের ভিতরে গ্রাহকের টাকা চুরি

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পূবালী ব্যাংকের ভিতরে গ্রাহকের টাকা চুরির ঘটনা ঘটেছে। রোববার সকাল ১১টায় পূবালী ব্যাংক আড়াইহাজার শাখায় এই ঘটনা ঘটে।
ভুক্তভোগি মোবারক মোল্লা বলেন , আমি সকাল ১১টার দিকে পূবালী ব্যাংক আড়াইহাজার শাখায় টাকা জমা দেওয়ার জন্য কাউন্টারের লাইনে দাঁড়াই হঠাৎ কিছুক্ষণ পড়ে দেখি পকেটে থাকা ৩১ হাজার টাকা এবং একটি মোবাইল নেই।
পরে ম্যানেজারকে বিষয়টি অবগত করি। ব্যাংক কর্তৃপক্ষ ব্যাংকে থাকা সিসি ক্যামেরায় তা দেখতে পায়। একজন লোক আমার পাশে লাইনে দাঁড়িয়ে টাকা ও মোবাইল নিয়ে যায়। এই ব্যাপারে মোবারক আড়াইহাজার থানায় একটি অভিযোগ দায়ের করেন। জানা ঘটনাটি এস আই শফিকুল ইসলামকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। ব্যাংক ম্যানেজার এসকে সোয়েব আহমেদ এই প্রতিবেদককে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।