আজ শুক্রবার, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পুষ্টি সপ্তাহ

পুষ্টি সপ্তাহ

 

নিজস্ব প্রতিবেদক:
খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন এই শ্লোগানে (২৩ থেকে ২৯ এপ্রিল ) জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার (২৩ এপ্রিল) সকাল দশটায় জেলা সিভিল সার্জনের আয়োজনে নারায়ণগঞ্জ সার্কিট হাউসে এই সভা অনুষ্ঠিত হয় ।
জেলা সিভিল সার্জন ডাঃ এহসানুল হক’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক রাব্বী মিয়া, বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্বাস উদ্দিন আরো উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ বেলাল হোসেন, মেডিকেল অফিসার আমিনুল হক, সিনিয়র কনসালটেন্ট ডা. সুকান্ত দাস প্রমুখ।
এ সময় আলোচনা সভায় বলা হয়েছে, খাদ্যে খেলেই হবে না। এই খাদ্যে পুষ্টিকর নি তা জানতে হবে। বেশী বেশী করে শাকসবজি ফলমূল ও ছোট মাছ খেতে হবে । এই খাবারে প্রচুর পরিমাণে ভিটামিন সমৃদ্ধ। ফাস্টফুড আমাদের শরীরের জন্য মোটেও স্বাস্থ্যসম্মত খাবার না । অতিরিক্ত ভেজার কারনে এই এই খাবারে কোন পুষ্টি থাকে না। এই ফাস্টফুড খাবার আমাদের দেহের জন্য ক্ষতিকর। তাই আমাদের দেহের পুষ্টি উপাদান তৈরি করতে বেশি বেশি করে শাকসবজি ফলমূল ও ছোট মাছ খেতে হবে ।
আলোচনা সভার আগে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‌্যালী অনুষ্ঠিত হয় ।