নিজস্ব প্রতিবেদক
“পুষ্টি উন্নয়নের বুনিয়াদের প্রতিপাদ্য নিয়ে খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন” এই শ্লোগানে জাতীয় পুষ্টি সপ্তাহে পুষ্টি বিষয়ে সম্পাদকীয় প্রকাশনায় লেখনীর মাধ্যমে পুরস্কার পেয়েছে নারায়ণগঞ্জের বহুল প্রচারিত দৈনিক সংবাদচর্চা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মুন্না খান। নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডাঃ মো. ইমতিয়াজ সহ অন্যান্য অতিথিরা মুন্না খানের হাতে সম্মাননা ক্রেস্টটি তুলে দেন।
সোমবার (২৯ এপ্রিল) বিকেলে জেলা পুষ্টি সমন্বয় কমিটি এবং জেলা স্বাস্থ্য বিভাগ নারায়ণগঞ্জ আয়োজিত সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে জাতীয় পুষ্টি সপ্তাহ দিবসের পুরস্কার প্রদান ও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদ্য যোগদানকৃত সিভিল সার্জন ডাঃ মো. ইমতিয়াজ।
অনুষ্ঠানে মুন্না খান বলেন, পুষ্টি বিষয়ে জনসচেতনতা সৃষ্টি ও পুষ্টি উন্নয়ণের গতিকে তরান্বিত করার মাধ্যেমে জনগণের খাদ্যাভাস ও খাদ্য পরিকল্পনায় পুষ্টির বিষয়টিকে গুরুত্ব দেয়ার লক্ষে পুষ্টি সপ্তাহ শুরু হয়েছে। নানাবিধ কর্মসূচীর মাধ্যেমে জেলাজুড়ে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করছে জেলা সিভিল সার্জন। এ জন্য আমি ব্যক্তিগতভাবে সিভিল সার্জনকে ধন্যবাদ জানাই।
সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মো. আসাদুজ্জামান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. জাহিদুল ইসলাম, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. শাকিল হোসেন ও স্বাস্থ্য তত্ত্বাবধায়ক স্বপন দেবনাথ।
সমাপনী অনুষ্ঠানে পুষ্টি বিষয়ে সম্পাদকীয়তায় অনলাইন নিউজ পোর্টাল একুশের কাগজ ডটকমের প্রকাশক ও সম্পাদক এম এ মান্নান ভূঁইয়া ও দৈনিক আমার সময় পত্রিকার উপ সম্পাদকীয়তে পত্রিকাটির নির্বাহী সম্পাদক লায়ন মোহাম্মদ মীযানুর রহমানকেও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। সিভিল সার্জন সহ অন্যান্য অতিথিবৃন্দ সম্মাননা ক্রেসটি তুলে দেন।