আজ সোমবার, ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান দোয়া চেয়েছেন

পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছে নারায়ণগঞ্জ জেলার বর্তমান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান পিপিএম।

শনিবার রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্ত বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস ৫ম গ্রেডে মোস্তাফিজুর রহানকে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেন।

শেরপুর জেলার সন্তান মোস্তাফিজুর রহমান। ২৭তম বিসিএসে অংশ নিয়ে ২০০৮ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

এরপর ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ময়মনসিংহ, মুন্সিগঞ্জ ও সর্বশেষ প্রায় আড়াই বছর নারায়ণগঞ্জে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান পদোন্নতির বিষয়ে সংবাদচর্চাকে বলেন, পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ার বিষয়ে আজ প্রজ্ঞাপন জারি হয়েছে। নারায়ণগঞ্জে আমার এই পথচলায় জেলার বাসিন্দাদের অনেক সমর্থন পেয়েরেছ।